Sentence কাকে বলে?
Sentence:-বা একাধিক word পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেই word বা word সমষ্টিকে
sentence বা বাক্য বলা হয়।
(A word or a combination words when makes a complete sense is called a sentence)
Structure of a Sentence
Sub (কর্তা) → Verb (ক্রিয়া) object (কর্ম) Rest Part ( অবশিষ্ট অংশ)
Subject and Predicate কাকে বলে?
Subject :- বাক্যে যে ব্যক্তি, বস্তু বা প্রাণি সম্বন্ধে কিছু বলা হয়, তাকে Subject (উদ্দেশ্য) বলে।
Predicate:- বাক্যে Subject সম্বন্ধে যে word বা word সমষ্টি আমাদের কিছু বলে তা হ’ল Predicate
কয়েকটি sentence-subject ও predicate ভাগ করে দেখানো হল—
Subject Predicate
The Sun rises in the east.
The Sun shines by the day.
We enjoy sunshine.
The cow eats grass.
The man is very poor.
KINDS OF SENTENCES
Function বা কাজ অনুযায়ী প্রতিটি Sentence-কে পাঁচ ভাগে ভাগ করা যায়—
1) Assertive sentence (বর্ণনামূলক বাক্য)
2)Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
3)Imperative sentence(আদেশ বা অনুরোধ
মূলক বাক্য)
4)Optativesentence(ইচ্ছামূলক বাক্য)
5)Exclamatory sentence(বিস্ময়বোধক বাক্য)
1) ASSERTIVE SENTENCE( বিবৃতি মূলক বাক্য): An assertive sentence simply makes a statement. It simply asserts
something, i.e. states something, affirmative or negative. [যে Sentence-এ
সাধারণভাবে কিছু বলা হয় (assert), করা হয়, অর্থাৎ, কিছু স্বীকার বা অস্বীকার করা হয়,
তাকে বলে Assertive Sentence.
Assertive sentence আবার দুই প্রকার। যথা :- 1) affirmative sentence
2) Negative sentence
Affirmative Sentence: স্বীকারবাচক অর্থাৎ হ্যাঁ-বোধক বাক্যকে বলে
Affirmative Sentence,
Negative sentence:- অস্বীকারবাচক অর্থাৎ না-বোধক বাক্যকে বলে Negative
Sentence.
Examples : The Headmaster teaches us English= প্রধান শিক্ষক আমাদের
ইংরাজী পড়ান।
We are proud of Netaji= নেতাজীর জন্য আমরা গর্বিত
(Affirmative)
The Sun does not move round the earth= সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না।
I have not heard from you for a long time=অনেকদিন যাবৎ আপনার কোন খবর
পাই না
Negative sentence
will not/no/ never/nothing/nobody
প্রভৃতি দ্বারা। কিন্তু ঐগুলি ব্যবহার না করেও ইংরেজিতে Negative-এর ভাব প্রকাশ করা
যায়। উদাহরণ :
I know little about it : আমি এ সম্বন্ধে বিশেষ কিছু জানি না।
Your argument hardly appeals to me : তোমার যুক্তি আমার মোটেই মনে ধরছে
না।
2) Interrogative Sentence [প্রশ্নসূচক বাক্য] : It asks a question (প্রশ্ন করতে
Interrogative sentence ব্যবহৃত হয়।)
→ Examples : Does the Sun rise in the east? : সূর্য কি পূর্বদিকে উদিত হয়?
Why did he not come to the meeting? : সে সভায় আসে নাই কেন?
Does anybody trust a liar? : মিথ্যাবাদীকে কি কেউ বিশ্বাস করে?
What is in a name? : নামে কি আসে যায়?
Who does not love his country? : .কে তার দেশকে ভালবাসে না?
Interrogative Sentence-এ সাধারণত verb বসে subject-এর আগে, কিন্তু
সাহায্যকারী ক্রিয়া (auxiliary verb) থাকলে Subject বসে auxiliary verb-এর পরে ও
Principal verb (প্রধান ক্রিয়ার)-এর আগে।
Example : Did you finish the work yesterday? : কাজটি সময়ে শেষ
করেছিলে?
Wh-words (who, which, whose, whom, what, when, how) দ্বারা
sentence শুরু করলে স্বাভাবিকভাবে verb এদের পরে বসবে।
→ Example : Who does not love flowers ? : ফুল কে না ভালবাসে?
Some Interrogative questions :
(a) Positive Question : Will you go to School? (Ans: yes, I shall)
(b) Negative Question : Hasn't he got a car?
(c) 'Wh' interrogative : Who goes there? Where do you live?
(d) Tag Question : I am happy, aren't I?
(3) Imperative (Requests, Commands, etc.) [আদেশ, অনুরোধ ইত্যাদি জ্ঞাপক
বাক্য] : এই রকম sentence-এ আদেশ (order), অনুরোধ (request), উপদেশ
(advice), নির্দেশ (direction), প্রস্তাব (suggestion) ইত্যাদি করা হয়।
● Examples : Take these files away (order). Try again and again
(advice), Be quiet (command), Please get me a cup of tea (request), Go
and read in the library (direction), Don't waste your time for nothing
(advice), Let's start at once (suggestion), Let the boy assemble in the
library (command).
**Imperative sentence-এ subject you' উহ্য (understood) থাকে। 'Let'
দিয়ে আরম্ভ Imperative sentence-এর subject-কে বাদ না দিয়ে অর্থানুযায়ী first
person বা third person-এ লিখতে হয়।
(iv)
4)Optative (Desires) [ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য] : এই রকম sentence-এ
ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ করা হয়।
● Examples: May God bless you. Long live Netaji!
(5) Exclamatory (Emotional utterances) [আবেগসূচক বাক্য] : দুঃখ, আনন্দ,
বিস্ময় ইত্যাদি আবেগপূর্ণ মনোভাব প্রকাশ করতে আমরা Interjections ব্যবহার করি। এই
রকম বিস্ময় ( surprise), প্রশংসা (admiration), দয়া, দুঃখ এবং অন্যান্য মনোভাব
প্রকাশক বাক্যকে বলে Exclamatory sentence.
Examples: What a pity! (কি পরিতাপের বিষয়!) Hurrah! we have won! (বাঃ
কথা কহিতে পারিত!)
বাঃ! আমরা জিতে গিয়েছি)। Oh! if those lips could speak! (আহা! ঐ ঠোট দুটি যদি
কথা কহিতে পারিত!)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন