সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নবম শ্রেণির জন্য ভারতের সম্পদ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণির জন্য ভারতের সম্পদ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. প্রশ্ন: সম্পদ কী?

✅ উত্তর: মানুষের প্রয়োজন মেটাতে যে সমস্ত প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপাদান ব্যবহার করা হয়, তাকে সম্পদ বলে।

২. প্রশ্ন: সম্পদের প্রধান দুই শ্রেণি কী কী?

✅ উত্তর:

1. প্রাকৃতিক সম্পদ (যেমন—মাটি, জল, খনিজ)


2. মানবসম্পদ (যেমন—শিক্ষা, প্রযুক্তি, দক্ষ শ্রম)



৩. প্রশ্ন: ভারতের প্রধান খনিজ সম্পদ কোনটি?

✅ উত্তর: কয়লা, লোহা, বক্সাইট, স্বর্ণ, তামা, পেট্রোলিয়াম, চুনাপাথর ইত্যাদি।

৪. প্রশ্ন: ভারতে কয়লার প্রধান খনি কোথায় অবস্থিত?

✅ উত্তর: ঝাড়খণ্ড (জারিয়া), ছত্তিশগড় (কোরবা), পশ্চিমবঙ্গ (রাণীগঞ্জ)।

৫. প্রশ্ন: ভারতের বৃহত্তম তেলক্ষেত্রের নাম কী?

✅ উত্তর: বোম্বে হাই (আরব সাগরে অবস্থিত)।

৬. প্রশ্ন: ভারতের প্রধান কৃষিজ সম্পদ কী কী?

✅ উত্তর: ধান, গম, আখ, তুলা, চা, কফি, ডাল, তেলবীজ ইত্যাদি।

৭. প্রশ্ন: নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও।

✅ উত্তর: জল, বায়ু, সূর্যালোক, জৈব জ্বালানি, বন।

৮. প্রশ্ন: ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত শক্তির উৎস কী?

✅ উত্তর: কয়লা (থার্মাল পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হয়)।

৯. প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় লোহার আকরিক খনি কোথায়?

✅ উত্তর: ওড়িশার ময়ূরভঞ্জ ও কেনঝর জেলায়।

১০. প্রশ্ন: ভারতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কোন উৎস থেকে হয়?

✅ উত্তর: কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে।

১১. প্রশ্ন: কোন সম্পদ পুনরুদ্ধার করা যায় না?

✅ উত্তর: অ-পুনরুজ্জীবনযোগ্য সম্পদ (যেমন—পেট্রোলিয়াম, কয়লা, খনিজ)।

১২. প্রশ্ন: ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো।

✅ উত্তর: ভাকড়া নাঙ্গাল (হিমাচল প্রদেশ), টেহরি (উত্তরাখণ্ড), সরদার সরোবর (গুজরাট)।

১৩. প্রশ্ন: পরিবেশবান্ধব শক্তির উৎস কী কী?

✅ উত্তর: সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, জিওথার্মাল শক্তি।

১৪. প্রশ্ন: ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে?

✅ উত্তর: গম ও ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

১৫. প্রশ্ন: ভারতের বৃহত্তম স্বর্ণখনির নাম কী?

✅ উত্তর: কোলার স্বর্ণখনি (কর্ণাটক)।

এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণির শিক্ষার্থীদের ভারতের সম্পদ অধ্যায়টি ভালোভাবে বুঝতে সাহায্য করবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

W.B.B.S.E মাধ্যমিক পরীক্ষার সমস্ত জ্যামিতিক প্রয়োগের প্রশ্ন

 মাধ্যমিক পরীক্ষার সমস্ত গুরুত্বপূণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

কারক নির্ণয় ।

                                                        কারক   কারক নির্ণয় প্রায় সব শ্রেনিতেই থাকে তাই এটি প্রত্যেক ছাত্র ছাত্রীর শেখা বাধ্যতামূলক । একটু পরিশ্রম করলেই খুব সহজেই তারা এটি করতে পারে। কিন্তু আমি বেশিরভাগ ছাত্র ছাত্রীদের এই কারকেও ভয় পেতে দেখেছি । আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের আর কারকে ভয় পাবার দরকার নেই।  তোমাদের আমি সহাজ সরল পদ্ধতির মাধ্যমে কারক বুঝিয়ে দেবো, যার পর তোমদের আর কখনই কারক ভুল হবেনা।  আমি একটা কবিতার মাধ্যমে তোমাদের কারক নির্ণয় শিখিয়ে দেব।                কারক নির্ণয়ের কবিতা  কারক নির্ণয় যদি মনে প্রাণে কর      তাহলে সবার আগে ক্রিয়াপদ ধর।   ক্রিয়াকে প্রশ্ন কর নিম্নরূপ ভাবে       ক্রিয়াই বলিয়া দেবে কোন কারক হবে।                   কে > কর্ত...

VOICE CHANGE

                                VOICE CHANGE   সপ্তমশ্রেনি থেকে দ্বাদশশ্রেনি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের ইংরেজি পরীক্ষায় VOICE CHANGE একটা গুরুত্বপূর্ণ বিষয় ।  যদিও বিষয়টি অত্যন্ত সহজ তবুও অনেক ছাত্রছাত্রী একে একটু ভয় পায়। তাই আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভয় কাটানোর জন্য খুব সহজ সরল পদ্ধতির সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আমি নিশ্চিত এই পদ্ধতির সাহায্যে তোমরা খুব ভাল voice change করতে শিখবে                            উদাহরণ                   Active : I eat rice.                  Passive: Rice is eaten by me.  ১। Voice change কাকে বলে ? এটি কত প্রকার ও কি কি ?  উঃ আমরা বাংলায় যাকে বাচ্য বলি তাকেই আমরা ইংরাজিতে voice change বলি।...