সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

KURMO ABORAR লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রীকৃষ্ণের কূর্ম অবতার

    প্রলয়কালে যখন পৃথিবী জলে ডুবে গিয়েছিল তখন পৃথিবী সমস্ত জিনিসপত্রও ডুবে যায় ।শ্রী কৃষ্ণ তখন সেই সমস্ত জিনিস উদ্ধার করতে অবতীর্ণ হন ।কূর্ম হয়ে দুধ-সাগরের নীচে গিয়ে তাঁর পিঠের উপর মন্দার পর্বতকে ধারণ করেন ।সর্পরাজ বাসুকিকে এই পর্বতের চারদিকে জড়িয়ে দেন । এরপর দেব ও দানবেরা দু-দলে বিভক্ত হয়ে সাপকে দড়ির মতো ধরে সমুদ্র মন্থন করতে থাকেন ।মন্থন কালে আগে ডুবে যাওয়া জিনিস পত্র পাওয়া যায় ।পৌরাণিক কাহিনি অনুসারে ধরনি বলতে এখানে মন্দার পর্বতকে বোঝায় । আর ,সেই ধরনি ধারণ করার জন্য কূর্মের পিঠে বড়ো বড়ো গোলাকার ক্ষত চিহ্ন হয়ে যায় ।