প্রলয়কালে যখন পৃথিবী জলে ডুবে গিয়েছিল তখন পৃথিবী সমস্ত জিনিসপত্রও ডুবে যায় ।শ্রী কৃষ্ণ তখন সেই সমস্ত জিনিস উদ্ধার করতে অবতীর্ণ হন ।কূর্ম হয়ে দুধ-সাগরের নীচে গিয়ে তাঁর পিঠের উপর মন্দার পর্বতকে ধারণ করেন ।সর্পরাজ বাসুকিকে এই পর্বতের চারদিকে জড়িয়ে দেন । এরপর দেব ও দানবেরা দু-দলে বিভক্ত হয়ে সাপকে দড়ির মতো ধরে সমুদ্র মন্থন করতে থাকেন ।মন্থন কালে আগে ডুবে যাওয়া জিনিস পত্র পাওয়া যায় ।পৌরাণিক কাহিনি অনুসারে ধরনি বলতে এখানে মন্দার পর্বতকে বোঝায় । আর ,সেই ধরনি ধারণ করার জন্য কূর্মের পিঠে বড়ো বড়ো গোলাকার ক্ষত চিহ্ন হয়ে যায় ।
SUGGESTIONS ☺ NOTES ☺ TUTION