সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

NRISHINGHO ABOTAR লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার

  দানবরাজ হিরণ্যকশিপুর   অত্যাচারে পৃথিবী অতিষ্ট ব্রহ্মার বর লাভ করায় তাকে কোন দেবতা , মানুষ বা জন্তু কেউই বধ করতে পারবে না । হিরণ্যকশিপু এইরকম অত্যাচারি হলেও তাঁর ছেলে প্রহ্লাদ ছিল অত্যন্ত বিষ্ণু ভক্ত । তাই হিরণ্যকশিপু প্রহ্লাদ কে হত্যা করার চেষ্টা করেছে । কিন্তু পারেনি ।অকৃতকার্য হয়ে এক সময় হিরন্যকশিপু   প্রশ্ন করে ,তাঁর আরাধ্য দেবতা   বিষ্ণু সর্বত্র বিদ্যামান   কি না । উত্তরে প্রহ্লাদ জানায় যে তিনি   সর্বত্র বিদ্যমান ।  বাবার সম্মুখস্থ পাথরের   স্তম্ভটিতেও বিষ্ণু বিদ্যমান   - এই কথা শুনেই হিরন্যকশিপু   স্তম্ভে পদাঘাত করলেন । আর , ঠিক সেই মুহূর্তেই হরিভক্ত প্রহ্লাদ কে রক্ষা করবার জন্য এবং নিজের শক্তি প্রমান করবার জন্য নৃসিংহ অবতার রুপে শ্রী কৃষ্ণ বা বিষ্ণু সেই স্তম্ভ থেকে বেরিয়ে এসে   ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুকে ছিন্নভিন্ন করে দিলেন