ভগবান শ্রী কৃষ্ণের দশম অবতার হল কল্কি অবতার ।ম্লেচ্ছদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কল্কি অবতার গ্রহণ করে ভয়ংকর অসি ধারণ করবেন । কবি সেই কল্কি অবতারের কীর্তি কল্পনা করে শ্রীকৃষ্ণকে জগদীশ ,হরি ,কেশব বলে সম্বোধন করে তাঁর জয়গান গেয়েছেন ।
SUGGESTIONS ☺ NOTES ☺ TUTION