ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা : “যদি আলোচ্য ঘটনাটি একটিমাত্র দৃষ্টান্তে উপস্থিত থাকে এবং অপর একটি দৃষ্টান্তে অনুপস্থিত থাকে এবং এইরূপ দুটি দৃষ্টান্তে যদি একটিমাত্র ঘটনা ছাড়া আর সব বিষয়ে সম্পূর্ণ মিল থাকে, আর যে ঘটনাটিতে মিল নেই সেটি যদি শুধুমাত্র প্রথম দৃষ্টান্তে উপস্থিত থাকে তবে যে ঘটনাটির জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য সেই ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অনিবার্য অংশ।” ব্যতিরেকী পদ্ধতির আকার : দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনা সদর্থক ABC abc নঞর্থক BC bc :: A হল a-এর কারণ। ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্ত : পূর্ববর্তী ঘটনা মস্তিষ্কের বাম অংশ কেটে বাদ দেওয়া হয়নি (A) দৃষ্টান্ত মস্তিষ্কের বাম অংশ কেটে বাদ দেওয়া হয়েছে (A) পরবর্তী ঘটনা শরীরের ডানদিক পক্ষাঘাতগ্রস্ত হয়নি (a) শরীরের...
SUGGESTIONS ☺ NOTES ☺ TUTION