সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনাকরো। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি,| অসুবিধা দুটি]

উত্তর:
মিল প্রদত্ত সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা:
"যদি কোনো একটি ঘটনা কোনো-না-কোনোভাবে
পরিবর্তিত হয়, তখনই যদি অন্য একটি ঘটনা কোনো-
না-কোনোভাবে (বিশেষভাবে) পরিবর্তিত হয় তবে সেই
ঘটনাটি অন্য ঘটনাটির কারণ বা কার্য বা কোনো-না-
কোনোভাবে কার্য-কারণ সম্বন্ধে যুক্ত।”
মিল প্রদত্ত সহপরিবর্তন পদ্ধতির আকার:
পূর্ববর্তী ঘটনা                পরবর্তী ঘটনা
ABC                                      abc
A1BC                                   a1bc
A2BC                                   a2bc
A3BC                                   a3bc
:: A হল a-এর কারণ।
সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্ত (বাস্তব উদাহরণ):
পূর্ববর্তী ঘটনা                    পরবর্তী ঘটনা
উত্তাপ স্বাভাবিক (A)  
উত্তাপ বাড়ানো হল (A1)
উত্তাপ ক্রমশ বাড়ানো
হল (A2)
উত্তাপ ক্রমশ বাড়ানো
হল (A3)
---নিচের অংশটি পরবর্তী ঘটনা অংশে হবে-
পারদস্তম্ভের উচ্চতা
স্বাভাবিক (a)
পারদস্তম্ভের উচ্চতা
বাড়ছে (a1)
পারদস্তম্ভের উচ্চতা
ক্রমশ বাড়ছে (a2)
পারদস্তম্ভের উচ্চতা
ক্রমশ বাড়ছে (a3)
:. উত্তাপ বৃদ্ধি (A) হল পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির (a)
কারণ।
সহপরিবর্তন পদ্ধতির দুটি সুবিধা:
[১] এই পদ্ধতির সাহায্যে কার্য-কারণের পরিমাণগত
হ্রাসবৃদ্ধির পরিমাপ নির্ণয় করা যায়। যেমন—
[ক] পরীক্ষণের ক্ষেত্রে এই পরিবর্তনের হার
সমানুপাতিক। [খ] পর্যবেক্ষণের ক্ষেত্রে এই
পরিবর্তনের হার সমানুপাতিক নয়।
[২] বৈজ্ঞানিক আবিষ্কার ও সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে
এই পদ্ধতির প্রয়োগ মূল্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন,
বৈজ্ঞানিক পাস্কাল. এই পদ্ধতির সাহায্যে প্রমাণ
করেছিলেন যে, ব্যারোমিটারের পারদস্তম্ভের
উচ্চতা বায়ুস্তরের ওজনের ওপর নির্ভর করে।
সহপরিবর্তন পদ্ধতির দুটি অসুবিধা:
[১] পরিমাণগত হ্রাসবৃদ্ধির উচ্চ ও নিম্ন সীমার
পরিসরের মধ্যে এই পদ্ধতি সঠিক সিদ্ধান্ত গ্রহণ
করতে পারে। কিন্তু এই পরিসরের বাইরে ভুল
সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। যেমন, 4°-100°
পর্যন্ত জলের উত্তাপ যত বৃদ্ধি পায় তার আয়তন
তত বৃদ্ধি পায়। সুতরাং, সব অবস্থাতেই জলের
উত্তাপ বৃদ্ধি তার আয়তন বৃদ্ধির কারণ | এইরূপ
সিদ্ধান্ত করলে মিথ্যা হবে। কেননা পরীক্ষায় দেখা
যায় যে, 0°-4° পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করলে
আয়তন বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পায় |
[২] এই পদ্ধতি একটিমাত্র আবশ্যিক শর্তকে সমগ্র
কারণ বলে ভুল করতে পারে | যেমন উত্তাপ বৃদ্ধি
করলে পদার্থের আয়তন বাড়ে ৷ এখানে চাপের শর্ত
উল্লেখ করা হয়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

PREFIX AND SUFFIX সম্পর্কে পূর্ণ ধারনা।

  PREFIX কী? কোনো মূল word বা stem -এর  আগে কোনো word বা syllable বসে যখন নতুন নতুন শব্দ গঠন করে, তখন তাকে prefix বলে।  মনে রাখবে prefix সবসময় word এর সামনে বসে।  SUFFIX কী? কোনো মূল word বা stem -এর শেষে কোনো word বা syllable বসে যখন নতুন নতুন  শব্দ গঠন করে, তখন তাকে suffix বলে।  নিচে prefix ও  suffix এর  কিছু উদাহরন দেওয়া হল:- PREFIX PREFIX ROOT WORD  ab  normal  Abnormal  Anti  Social  Anti-social  Dis  Like  Dislike  Im  Possible   Impossible   Pre  Test  Pretest  Auto  Graph  Autograph  Bi   Cycle  Bi-cycle  Un  Social  Unsocial  A  Side  Aside  Post  Graduate   Post-graduate   Ex  Student   Ex-student

W.B.B.S.E মাধ্যমিক পরীক্ষার সমস্ত জ্যামিতিক প্রয়োগের প্রশ্ন

 মাধ্যমিক পরীক্ষার সমস্ত গুরুত্বপূণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

"উদ্বেগ" লেখক: বিমল কর

                            উদ্বেগ   সারাটা দিন আকাশ ময়লা হয়ে ছিল। কখনও আধ-ফোটা রোদ কখনও মরা। মেঘলা। শীত অনেক দূরে চলে গিয়েও মাঘের এই একেবারে শেষে আবার যেন ভাবছিল অল্পের জন্যে আসবে কিনা ; ফেলে যাওয়া কোনো জিনিস নিতে, কোনো ভুলে যাওয়া কথা বলতে মানুষ যেমন করে ফিরে আসে। সকাল থেকেই কুয়াশায় সব অপরিষ্কার থাকল, অনেক বেলায় যখন এক আঁজলা রোদ দিচ্ছিল আকাশ, তখন শীতের স্পর্শ পাওয়া গেল ; তারপর মেঘলা হল। দুপুর বিকেল বলে আলাদা করে কিছু বোঝা গেল না ; এই রকম অপরিষ্কার সারাটা দিন কেটে গেল, সন্ধের দিকে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল। শিশির তখন রাস্তায়। গার্লস স্কুলের গলি দিয়ে পথ ছোট করে নেওয়া যেত। সাইকেলটা আজ বারবার ভোগাচ্ছে। চেন খুলে যাচ্ছে। ইচ্ছে ছিল বাজারে গিয়ে মেরামত করিয়ে নেবে। গার্লস স্কুলের গলি না ধরে শিশির কিশোরীলালের। ছিট-কাপড়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াল একটু মাথা বাঁচিয়ে। আর তখন সেই টুপ-টাপ বৃষ্টির মধ্যে পথ দিয়ে রাম-রাম ধ্বনি দিয়ে আরও একটা শব সৎকারের জন্যে শ্মশানে নিয়ে যাচ্ছিল হিন্দুস্থানী মহল্লার লোকেরা। এই নিয়ে আজ চারটে শব যেতে দেখল শিশির সারা দিনে। তার চোখের বাইরে দিয