সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনাকরো। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি,| অসুবিধা দুটি]

উত্তর:
মিল প্রদত্ত সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা:
"যদি কোনো একটি ঘটনা কোনো-না-কোনোভাবে
পরিবর্তিত হয়, তখনই যদি অন্য একটি ঘটনা কোনো-
না-কোনোভাবে (বিশেষভাবে) পরিবর্তিত হয় তবে সেই
ঘটনাটি অন্য ঘটনাটির কারণ বা কার্য বা কোনো-না-
কোনোভাবে কার্য-কারণ সম্বন্ধে যুক্ত।”
মিল প্রদত্ত সহপরিবর্তন পদ্ধতির আকার:
পূর্ববর্তী ঘটনা                পরবর্তী ঘটনা
ABC                                      abc
A1BC                                   a1bc
A2BC                                   a2bc
A3BC                                   a3bc
:: A হল a-এর কারণ।
সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্ত (বাস্তব উদাহরণ):
পূর্ববর্তী ঘটনা                    পরবর্তী ঘটনা
উত্তাপ স্বাভাবিক (A)  
উত্তাপ বাড়ানো হল (A1)
উত্তাপ ক্রমশ বাড়ানো
হল (A2)
উত্তাপ ক্রমশ বাড়ানো
হল (A3)
---নিচের অংশটি পরবর্তী ঘটনা অংশে হবে-
পারদস্তম্ভের উচ্চতা
স্বাভাবিক (a)
পারদস্তম্ভের উচ্চতা
বাড়ছে (a1)
পারদস্তম্ভের উচ্চতা
ক্রমশ বাড়ছে (a2)
পারদস্তম্ভের উচ্চতা
ক্রমশ বাড়ছে (a3)
:. উত্তাপ বৃদ্ধি (A) হল পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির (a)
কারণ।
সহপরিবর্তন পদ্ধতির দুটি সুবিধা:
[১] এই পদ্ধতির সাহায্যে কার্য-কারণের পরিমাণগত
হ্রাসবৃদ্ধির পরিমাপ নির্ণয় করা যায়। যেমন—
[ক] পরীক্ষণের ক্ষেত্রে এই পরিবর্তনের হার
সমানুপাতিক। [খ] পর্যবেক্ষণের ক্ষেত্রে এই
পরিবর্তনের হার সমানুপাতিক নয়।
[২] বৈজ্ঞানিক আবিষ্কার ও সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে
এই পদ্ধতির প্রয়োগ মূল্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন,
বৈজ্ঞানিক পাস্কাল. এই পদ্ধতির সাহায্যে প্রমাণ
করেছিলেন যে, ব্যারোমিটারের পারদস্তম্ভের
উচ্চতা বায়ুস্তরের ওজনের ওপর নির্ভর করে।
সহপরিবর্তন পদ্ধতির দুটি অসুবিধা:
[১] পরিমাণগত হ্রাসবৃদ্ধির উচ্চ ও নিম্ন সীমার
পরিসরের মধ্যে এই পদ্ধতি সঠিক সিদ্ধান্ত গ্রহণ
করতে পারে। কিন্তু এই পরিসরের বাইরে ভুল
সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। যেমন, 4°-100°
পর্যন্ত জলের উত্তাপ যত বৃদ্ধি পায় তার আয়তন
তত বৃদ্ধি পায়। সুতরাং, সব অবস্থাতেই জলের
উত্তাপ বৃদ্ধি তার আয়তন বৃদ্ধির কারণ | এইরূপ
সিদ্ধান্ত করলে মিথ্যা হবে। কেননা পরীক্ষায় দেখা
যায় যে, 0°-4° পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করলে
আয়তন বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পায় |
[২] এই পদ্ধতি একটিমাত্র আবশ্যিক শর্তকে সমগ্র
কারণ বলে ভুল করতে পারে | যেমন উত্তাপ বৃদ্ধি
করলে পদার্থের আয়তন বাড়ে ৷ এখানে চাপের শর্ত
উল্লেখ করা হয়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

W.B.B.S.E মাধ্যমিক পরীক্ষার সমস্ত জ্যামিতিক প্রয়োগের প্রশ্ন

 মাধ্যমিক পরীক্ষার সমস্ত গুরুত্বপূণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

কারক নির্ণয় ।

                                                        কারক   কারক নির্ণয় প্রায় সব শ্রেনিতেই থাকে তাই এটি প্রত্যেক ছাত্র ছাত্রীর শেখা বাধ্যতামূলক । একটু পরিশ্রম করলেই খুব সহজেই তারা এটি করতে পারে। কিন্তু আমি বেশিরভাগ ছাত্র ছাত্রীদের এই কারকেও ভয় পেতে দেখেছি । আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের আর কারকে ভয় পাবার দরকার নেই।  তোমাদের আমি সহাজ সরল পদ্ধতির মাধ্যমে কারক বুঝিয়ে দেবো, যার পর তোমদের আর কখনই কারক ভুল হবেনা।  আমি একটা কবিতার মাধ্যমে তোমাদের কারক নির্ণয় শিখিয়ে দেব।                কারক নির্ণয়ের কবিতা  কারক নির্ণয় যদি মনে প্রাণে কর      তাহলে সবার আগে ক্রিয়াপদ ধর।   ক্রিয়াকে প্রশ্ন কর নিম্নরূপ ভাবে       ক্রিয়াই বলিয়া দেবে কোন কারক হবে।                   কে > কর্ত...

নবম শ্রেণির জন্য ভারতের সম্পদ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণির জন্য ভারতের সম্পদ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ১. প্রশ্ন: সম্পদ কী? ✅ উত্তর: মানুষের প্রয়োজন মেটাতে যে সমস্ত প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপাদান ব্যবহার করা হয়, তাকে সম্পদ বলে। ২. প্রশ্ন: সম্পদের প্রধান দুই শ্রেণি কী কী? ✅ উত্তর: 1. প্রাকৃতিক সম্পদ (যেমন—মাটি, জল, খনিজ) 2. মানবসম্পদ (যেমন—শিক্ষা, প্রযুক্তি, দক্ষ শ্রম) ৩. প্রশ্ন: ভারতের প্রধান খনিজ সম্পদ কোনটি? ✅ উত্তর: কয়লা, লোহা, বক্সাইট, স্বর্ণ, তামা, পেট্রোলিয়াম, চুনাপাথর ইত্যাদি। ৪. প্রশ্ন: ভারতে কয়লার প্রধান খনি কোথায় অবস্থিত? ✅ উত্তর: ঝাড়খণ্ড (জারিয়া), ছত্তিশগড় (কোরবা), পশ্চিমবঙ্গ (রাণীগঞ্জ)। ৫. প্রশ্ন: ভারতের বৃহত্তম তেলক্ষেত্রের নাম কী? ✅ উত্তর: বোম্বে হাই (আরব সাগরে অবস্থিত)। ৬. প্রশ্ন: ভারতের প্রধান কৃষিজ সম্পদ কী কী? ✅ উত্তর: ধান, গম, আখ, তুলা, চা, কফি, ডাল, তেলবীজ ইত্যাদি। ৭. প্রশ্ন: নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও। ✅ উত্তর: জল, বায়ু, সূর্যালোক, জৈব জ্বালানি, বন। ৮. প্রশ্ন: ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত শক্তির উৎস কী? ✅ উত্তর: কয়লা (থার্মাল পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হয়)। ৯. প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় লোহার আকরি...