উত্তর:
• মিল প্রদত্ত সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা:
"যদি কোনো একটি ঘটনা কোনো-না-কোনোভাবে
পরিবর্তিত হয়, তখনই যদি অন্য একটি ঘটনা কোনো-
না-কোনোভাবে (বিশেষভাবে) পরিবর্তিত হয় তবে সেই
ঘটনাটি অন্য ঘটনাটির কারণ বা কার্য বা কোনো-না-
কোনোভাবে কার্য-কারণ সম্বন্ধে যুক্ত।”
মিল প্রদত্ত সহপরিবর্তন পদ্ধতির আকার:
পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনা
ABC abc
A1BC a1bc
A2BC a2bc
A3BC a3bc
:: A হল a-এর কারণ।
সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্ত (বাস্তব উদাহরণ):
পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনা
উত্তাপ স্বাভাবিক (A)
উত্তাপ বাড়ানো হল (A1)
উত্তাপ ক্রমশ বাড়ানো
হল (A2)
উত্তাপ ক্রমশ বাড়ানো
হল (A3)
---নিচের অংশটি পরবর্তী ঘটনা অংশে হবে-
পারদস্তম্ভের উচ্চতা
স্বাভাবিক (a)
পারদস্তম্ভের উচ্চতা
বাড়ছে (a1)
পারদস্তম্ভের উচ্চতা
ক্রমশ বাড়ছে (a2)
পারদস্তম্ভের উচ্চতা
ক্রমশ বাড়ছে (a3)
:. উত্তাপ বৃদ্ধি (A) হল পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির (a)
কারণ।
সহপরিবর্তন পদ্ধতির দুটি সুবিধা:
[১] এই পদ্ধতির সাহায্যে কার্য-কারণের পরিমাণগত
হ্রাসবৃদ্ধির পরিমাপ নির্ণয় করা যায়। যেমন—
[ক] পরীক্ষণের ক্ষেত্রে এই পরিবর্তনের হার
সমানুপাতিক। [খ] পর্যবেক্ষণের ক্ষেত্রে এই
পরিবর্তনের হার সমানুপাতিক নয়।
[২] বৈজ্ঞানিক আবিষ্কার ও সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে
এই পদ্ধতির প্রয়োগ মূল্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন,
বৈজ্ঞানিক পাস্কাল. এই পদ্ধতির সাহায্যে প্রমাণ
করেছিলেন যে, ব্যারোমিটারের পারদস্তম্ভের
উচ্চতা বায়ুস্তরের ওজনের ওপর নির্ভর করে।
সহপরিবর্তন পদ্ধতির দুটি অসুবিধা:
[১] পরিমাণগত হ্রাসবৃদ্ধির উচ্চ ও নিম্ন সীমার
পরিসরের মধ্যে এই পদ্ধতি সঠিক সিদ্ধান্ত গ্রহণ
করতে পারে। কিন্তু এই পরিসরের বাইরে ভুল
সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। যেমন, 4°-100°
পর্যন্ত জলের উত্তাপ যত বৃদ্ধি পায় তার আয়তন
তত বৃদ্ধি পায়। সুতরাং, সব অবস্থাতেই জলের
উত্তাপ বৃদ্ধি তার আয়তন বৃদ্ধির কারণ | এইরূপ
সিদ্ধান্ত করলে মিথ্যা হবে। কেননা পরীক্ষায় দেখা
যায় যে, 0°-4° পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করলে
আয়তন বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পায় |
[২] এই পদ্ধতি একটিমাত্র আবশ্যিক শর্তকে সমগ্র
কারণ বলে ভুল করতে পারে | যেমন উত্তাপ বৃদ্ধি
করলে পদার্থের আয়তন বাড়ে ৷ এখানে চাপের শর্ত
উল্লেখ করা হয়নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন