গৌতম বুদ্ধ , দয়ায় পূর্ণ তাঁর হৃদয় । পশুর রক্তে পূর্ণ যজ্ঞস্থল দেখে তাঁর মনে জেগেছে বেদের পশুবধের বিধিগুলির ওপর তীব্র ঘৃণা । তিনি বলেছেন যে , অহিংসাই একমাত্র এই নিন্দিত বিধিগুলি থেকে জগতকে রক্ষা করতে পারে ।জীবহিংসা নিবারন ও জীবে প্রেম বিতরণের জন্য ভগবান কৃষ্ণ খ্রিস্টপূর্ব ষষ্ট সতকে নেপালের কপিলাবস্তু নগরে গৌতম বুদ্ধ রূপে জন্মগ্রহন করেন । এঁর পিতা ছিলেন শাক্যবংশীয় নায়ক শুদ্ধোদন ।“অহিংসা পরম ধর্মঃ “অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ধর্ম হল অহিংসা – এই বাণী প্রচার করেছিলেন তিনি । তাঁর হৃদয় ছিল দয়াপূর্ণ । তাই “শ্বেতং পশুম আল্ভেত” এই সমস্ত পশুবধের বৈদিক বিধানগুলির তীব্র নিন্দা করেছেন তিনি যে , শ্রীকৃষ্ণ বেদে পশু বধের বিধান দিয়েছেন আবার বুদ্ধ অবতারে তিনিই সেই বিধানগুলির নিন্দা করেছেন । এটি ভগবানের এক আশ্চর্য লিলা ।খ্রিস্টপূর্ব ৪৮৭ অব্দে আশি বছর বয়সে গোরক্ষপুর জেলার কুশীনগরে বুদ্ধদেবের জীবনাবসান ঘটে
SUGGESTIONS ☺ NOTES ☺ TUTION