সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শ্রীকৃষ্ণের বুদ্ধ অবতার

 



গৌতম বুদ্ধ , দয়ায় পূর্ণ তাঁর হৃদয় । পশুর রক্তে পূর্ণ যজ্ঞস্থল দেখে তাঁর মনে জেগেছে বেদের পশুবধের

বিধিগুলির ওপর তীব্র ঘৃণা ।


 তিনি বলেছেন যে , অহিংসাই একমাত্র এই নিন্দিত বিধিগুলি থেকে জগতকে রক্ষা করতে পারে ।জীবহিংসা নিবারন ও জীবে প্রেম বিতরণের জন্য ভগবান কৃষ্ণ খ্রিস্টপূর্ব ষষ্ট সতকে নেপালের কপিলাবস্তু নগরে গৌতম বুদ্ধ রূপে জন্মগ্রহন করেন । 




এঁর পিতা ছিলেন শাক্যবংশীয় নায়ক শুদ্ধোদন ।“অহিংসা পরম ধর্মঃ “অর্থাৎ  সর্বশ্রেষ্ঠ ধর্ম হল অহিংসা – এই বাণী প্রচার করেছিলেন তিনি । তাঁর হৃদয় ছিল দয়াপূর্ণ । 



তাই “শ্বেতং পশুম আল্ভেত” এই সমস্ত পশুবধের  বৈদিক বিধানগুলির তীব্র নিন্দা করেছেন তিনি যে , শ্রীকৃষ্ণ বেদে পশু বধের বিধান দিয়েছেন আবার বুদ্ধ অবতারে তিনিই সেই বিধানগুলির  নিন্দা করেছেন । 



এটি ভগবানের এক আশ্চর্য লিলা ।খ্রিস্টপূর্ব  ৪৮৭ অব্দে আশি বছর বয়সে গোরক্ষপুর জেলার কুশীনগরে  বুদ্ধদেবের জীবনাবসান ঘটে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

W.B.B.S.E মাধ্যমিক পরীক্ষার সমস্ত জ্যামিতিক প্রয়োগের প্রশ্ন

 মাধ্যমিক পরীক্ষার সমস্ত গুরুত্বপূণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

কারক নির্ণয় ।

                                                        কারক   কারক নির্ণয় প্রায় সব শ্রেনিতেই থাকে তাই এটি প্রত্যেক ছাত্র ছাত্রীর শেখা বাধ্যতামূলক । একটু পরিশ্রম করলেই খুব সহজেই তারা এটি করতে পারে। কিন্তু আমি বেশিরভাগ ছাত্র ছাত্রীদের এই কারকেও ভয় পেতে দেখেছি । আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের আর কারকে ভয় পাবার দরকার নেই।  তোমাদের আমি সহাজ সরল পদ্ধতির মাধ্যমে কারক বুঝিয়ে দেবো, যার পর তোমদের আর কখনই কারক ভুল হবেনা।  আমি একটা কবিতার মাধ্যমে তোমাদের কারক নির্ণয় শিখিয়ে দেব।                কারক নির্ণয়ের কবিতা  কারক নির্ণয় যদি মনে প্রাণে কর      তাহলে সবার আগে ক্রিয়াপদ ধর।   ক্রিয়াকে প্রশ্ন কর নিম্নরূপ ভাবে       ক্রিয়াই বলিয়া দেবে কোন কারক হবে।                   কে > কর্ত...

VOICE CHANGE

                                VOICE CHANGE   সপ্তমশ্রেনি থেকে দ্বাদশশ্রেনি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের ইংরেজি পরীক্ষায় VOICE CHANGE একটা গুরুত্বপূর্ণ বিষয় ।  যদিও বিষয়টি অত্যন্ত সহজ তবুও অনেক ছাত্রছাত্রী একে একটু ভয় পায়। তাই আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভয় কাটানোর জন্য খুব সহজ সরল পদ্ধতির সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আমি নিশ্চিত এই পদ্ধতির সাহায্যে তোমরা খুব ভাল voice change করতে শিখবে                            উদাহরণ                   Active : I eat rice.                  Passive: Rice is eaten by me.  ১। Voice change কাকে বলে ? এটি কত প্রকার ও কি কি ?  উঃ আমরা বাংলায় যাকে বাচ্য বলি তাকেই আমরা ইংরাজিতে voice change বলি।...