ভৃগুপতি বা পরশুরাম হলেন কৃষ্ণের ষষ্ঠ অবতার । ইনি জমিদগ্নি ও রেনুকার পঞ্চম পুত্ররুপে আবির্ভূত হয়েছিলেন । অন্য চার পুত্রের নাম বসু ,বিস্বাবসু ,বৃহদ্ভানু ও বৃহদকণ্ব । একসময় জমদগ্নি ছেলেরা আশ্রমে অনুপস্থিত থাকার সময় সহস্রবাহূ ক্ষত্রিয়রাজা কার্তিবীর্যা আশ্রমে এসে হেমধেনু চুরি করে এবং আশ্রমে জিনেসপত্র লণ্ডভণ্ড করে চলে যান ।
পরশুরাম আশ্রমে ফিরে এসে সমস্ত ঘটনা শুনে কার্তিবী র্যকে . আক্রমণ করেন এবং তীক্ষ্ণ বল্লমের আঘাতে তাঁর সহস্রবাহু কেটে তাঁকে বধ করে । এরপর কাতবীর্ত ছলেরা আশ্রমে এসে তপস্যারত জমদগ্নিকে অতকৃতে আক্রমন করে এবং বধ করে ।পরশুরাম আশ্রমে এসে পিতাকা নিহত দেখে প্রতিজ্ঞা করেন যে , সমস্ত ক্ষত্রিয়দ জাতিকে তিনি ধ্বংস করবেন ।
তিনি একায় কাতিবির্যের ছেলে এবং তাদের
অনুগত ক্ষতিয়দের যুদ্ধে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহন করেন । এইভাবে একুশবার
তিনি পৃথিবীকে ক্ষত্রিয়শূন্য করেছিলেন এবং সমন্তপঞ্চক প্রদেশে পাঁচটি ক্ষত্রিয় রক্তের
হ্রদ সৃষ্টি করে পিতার উদ্দেশে তর্পণ করেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন