পুরান অনুসারে বলরামের কীর্তিটি সংক্ষেপে এইভাবে বলা ্যায় –বলরাম শ্রী কৃষ্ণের বড়ো ভাই । তিনি বলভদ্র ও বলদেব নামেও পরিচিত । তাঁর শুভ্র শরীরে নিল বস্ত্র । তাঁর অস্ত্র হল “হল” , তাই তাঁকে হলধরও বলা হয় ।
গদাযুদ্ধে বলরাম অদ্বিতীয় ছিলেন । কৃষ্ণের সব কাজে বলরাম তাঁকে সাহায্য করতেন । এরা উভয়ে একত্রে গোরু চরাতেন এবং খেলা করতেন ।কৃষ্ণের মথুরায় যাওয়ার সময় বলরামও তাঁর সঙ্গে যান ।
কোন এক সময় বলরাম স্নানের সময়ে জলক্রীয়ার জন্য যমুনা নদীকে তাঁর সঙ্গে যোগ দিতে আহ্বান করেন । কিন্তু যমুনা সে আদেশ অবজ্ঞা করায় তিনি ক্রদ্ধ হন এবং লাঙল দিয়ে যমুনাকে আকর্ষণ করে নিগৃহীত করেন ।
তখন যমুনা নিজ রুপ ধারণ করে বলরামের কাছে ক্ষমা প্রার্থনা করেন
।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন