কোন –এক সময় ব্রহ্মা নাসারন্ধ্র থেকে বুড়ো আঙুলের আকারের এক বরাহ বেরিয়ে আসে । কিছুক্ষণের মধ্যে সেই বরাহ বেরিয়ে আসে ।কিছুক্ষণের মধ্যে সেই বরাহ প্রথমে হাতির এবং পরে পর্বতের মতো বিশাল আকার ধারণ করে । তার গর্জনে চারদিক মুখরিত হয়ে ওঠে ।
তখন ব্রহ্মার পার্থনায় বরাহরুপী শ্রী কৃষ্ণ
জলের মধ্যে প্রবেশ করে হীরণাক্ষো হত্যা করে
। তারপর দাঁতের আগায় পৃথিবীকে ধরে জলের ওপরে উথে আসে । কবি সেই দৃশ্য মনশ্চক্ষে দেখে
কল্পনা করেন বরাহ যেন চাঁদ আর দাঁতের আগায় ধরা পৃথিবী যেন চাঁদের
কলঙ্ক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন