সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

VOICE CHANGE

            
                   VOICE CHANGE 
সপ্তমশ্রেনি থেকে দ্বাদশশ্রেনি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের ইংরেজি পরীক্ষায় VOICE CHANGE একটা গুরুত্বপূর্ণ বিষয় । 
যদিও বিষয়টি অত্যন্ত সহজ তবুও অনেক ছাত্রছাত্রী একে একটু ভয় পায়। তাই আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভয় কাটানোর জন্য খুব সহজ সরল পদ্ধতির সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আমি নিশ্চিত এই পদ্ধতির সাহায্যে তোমরা খুব ভাল voice change করতে শিখবে 
                         উদাহরণ
                  Active : I eat rice. 
                Passive: Rice is eaten by me. 
১। Voice change কাকে বলে ? এটি কত প্রকার ও কি কি ? 
উঃ আমরা বাংলায় যাকে বাচ্য বলি তাকেই আমরা ইংরাজিতে voice change বলি। 
প্রকারঃ voice change দুই প্রকার। যথা- 
             a) Active Voice 
             b) Passive voice 
গঠনঃ SUB. + H.V + M.V(P.P) + BY + OBJ.                 VOICE CHANGE এর নিয়ম
                          নিয়মঃ ১ 
১। object কে subject করতে হবে। 
২। একটি সাহায্যকারী ক্রিয়া (helping verb) বসাতে হবে । 
৩। মুল ক্রিয়ার p.p form বসাতে হবে। 
৪। by বসাতে হবে। 
৫। subject কে object করতে হবে ।
                             নিয়মঃ ২ 
 ACTIVE                        PASSIVE 
Am, is, are, was, were, shall be, will be, Have been, has been, shall have been, will have been থাকলে Being যোগ করতে হবে । 

Have, has, had থিকলে Been যোগ করতে হবে।  
Can, could, may, might, shall, will, should, would, might থাকলে Be যোগ করতে হবে। 

 যদি কোন সাহায্যকারী ক্রিয়া না থাকে এবং মুল ক্রিয়া যদি present form এ থাকে তবে Am, is, are এর কোন একটা যোগ করতে হবে। 

 যদি কোন সাহায্য ক্রিয়া না থাকে এবং মুল ক্রিয়া যদি past form এ থাকে তবে Was, were এর কোন একটা যোগ করতে হবে। 
                     নিয়মঃ ৩
 ১। I থাকলে ME হবে । 
 ২। THEY থাকলে THEM হবে। 
 ৩। WE থাকলে US হবে। 
 ৪। YOU থাকলে YOU হবে। 
 ৫। SHE থাকলে HER হবে। 
 ৬। HE থাকলে HIM হবে। 
                  EXAMPLE 
1 . ACTIVE: I TAKE IT. 
 PASSIVE: IT IS TAKEN BY ME. 
2 . ACTIVE : I TOOK IT. 
 PASSIVE : IT WAS TAKEN BY ME. 
3 . ACTIVE : I SHALL TAKE IT. PASSIVE : IT WILL BE TAKEN BY ME. 
4 . ACTIVE : I AM TAKING IT. 
 PASSIVE : IT IS BEING TAKEN BY ME. 
5 . ACTIVE : I WAS TAKING IT. 
 PASSIVE : IT WAS BEING TAKEN BY ME. 6 . ACTIVE : I HAVE TAKEN IT.
 PASSIVE : IT HAS BEEN TAKEN BY ME. 
7. ACTIVE : I HAD TAKEN IT. 
 PASSIVE : IT HAD BEEN TAKEN BY ME. 
8 . ACTIVE : I SHALL HAVE TAKEN IT. PASSIVE : IT WILL HAVE BEEN TAKEN BY ME. 
9. ACTIVE : RITA WRITES A LETTER. PASSIVE: A LETTER IS WRITTEN BY RITA. 10. ACTIVE: I DID MY HOMEWORK. PASSIVE: MY HOMEWORK WAS DONE BY ME. 
11. ACTIVE: SHE WILL MAKE A REPORT. PASSIVE: A REPORT WILL BE MADE BY HER. 
12. ACTIVE: HE IS PAINTING A PICTURE. PASSIVE: A PICTURE IS BEING PAINTED BY HIM.
 13. ACTIVE: SHE WAS MAKING CAKES. PASSIVE: CAKES WERE BEING MADE BY HER. 
14. ACTIVE: WE HAVE NO SEEN THE SEA. PASSIVE: THE SEA HAS NOT BEEN SEEN BY US. 
15. ACTIVE: HE HAD CAUGHT A BIRD PASSIVE: A BIRD HAD BEEN CAUGHT BY HIM.
আশা রাখি এবার তোমরা সকলেই খুব ভালোভাবে VOICE CHANGE করতে পারবে। 

এছাড়াও যেকোনো সাহায্যের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো। নিচে লিঙ্ক দেওয়া হল-----

 এছাড়াও বিষয়টি আরও ভালোভাবে বুঝতে ও অন্যান্য শিক্ষণীয় ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পারো । নিচে লিঙ্ক দেওয়া হল।----

**************ধন্যবাদ ********************

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

W.B.B.S.E মাধ্যমিক পরীক্ষার সমস্ত জ্যামিতিক প্রয়োগের প্রশ্ন

 মাধ্যমিক পরীক্ষার সমস্ত গুরুত্বপূণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

কারক নির্ণয় ।

                                                        কারক   কারক নির্ণয় প্রায় সব শ্রেনিতেই থাকে তাই এটি প্রত্যেক ছাত্র ছাত্রীর শেখা বাধ্যতামূলক । একটু পরিশ্রম করলেই খুব সহজেই তারা এটি করতে পারে। কিন্তু আমি বেশিরভাগ ছাত্র ছাত্রীদের এই কারকেও ভয় পেতে দেখেছি । আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের আর কারকে ভয় পাবার দরকার নেই।  তোমাদের আমি সহাজ সরল পদ্ধতির মাধ্যমে কারক বুঝিয়ে দেবো, যার পর তোমদের আর কখনই কারক ভুল হবেনা।  আমি একটা কবিতার মাধ্যমে তোমাদের কারক নির্ণয় শিখিয়ে দেব।                কারক নির্ণয়ের কবিতা  কারক নির্ণয় যদি মনে প্রাণে কর      তাহলে সবার আগে ক্রিয়াপদ ধর।   ক্রিয়াকে প্রশ্ন কর নিম্নরূপ ভাবে       ক্রিয়াই বলিয়া দেবে কোন কারক হবে।                   কে > কর্ত...