সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দর্শন । উচ্চ মাধ্যমিক।

 

                                                                        নিরপেক্ষ ন্যায়

দ্বাদশ শ্রেনির পরীক্ষা ঘারে নিশ্বাস ফেলছে এই সময় দর্শন বিষয় নিয়ে সকল ছাত্র ছাত্রীদের মনে দারুন ভয়ের বাতাবরন চলে কিন্তু এই বিষয়টি কোন ভয়ের বিষয় নয় একটু অনুশীলন করলেই সমস্ত ভয় কেটে যাবে আর নিয়ম করে চর্যা বাস আমি তোমাদের কিছুটা গাইড দিয়ে সাহায্য করার চেষ্টা করবো তার জন্য তোমাদের ওয়েবসাইট টি সাবসক্রাইব করে রাখতে হবে তো চলো আজকের বিষয় শুরু  করা  যাক

নায় কোন শ্রেনির অনুমান ?

উঃ অবরোহ অনুমান

নায় অনুমানে কটি পদ থাকে ?

উঃ টি , সাধপদ, পখপদ, হেতুপদ

হেতুপদ কোথায় থাকে  ?

উঃ প্রধান অপ্রধান আশ্রয়বাক্যে 

  সংস্থান কয় প্রকার কি কি ?

উঃ ন্যায় এর  সংস্থান প্রকার যথা- প্রথম সংস্থান , দ্বিতীয় সংস্থান , তৃতীয় সংস্থান , চতুর্থ স্নস্থান

ন্যায়ের সিদ্ধান্তে কোন কোন পদ থাকে ?

উঃ পক্ষ সাধ্যপদ

কোন মূর্তি সব সংস্থানেই বৈধ ?

উঃ  EIO

কোন সংস্থানে সিদ্ধান্ত কেবলমাত্র  A  বচন হবে?

উঃ প্রথম সংস্থানে

কোন সংস্থানে সিদ্ধান্ত অবশ্যই নঞথরতক ?

উঃ দ্বিতীয় সংস্থানে

 ***** অতিরিক্ত জানতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। 

নিচে লিঙ্ক দেওয়া হল । 

      EXAMCATCHER.SK

আরও ভালো ভাবে বূজতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। নিচে লিঙ্ক দেওয়া হল--- 

SANJAY TUTORIAL CENTRE

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

W.B.B.S.E মাধ্যমিক পরীক্ষার সমস্ত জ্যামিতিক প্রয়োগের প্রশ্ন

 মাধ্যমিক পরীক্ষার সমস্ত গুরুত্বপূণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

কারক নির্ণয় ।

                                                        কারক   কারক নির্ণয় প্রায় সব শ্রেনিতেই থাকে তাই এটি প্রত্যেক ছাত্র ছাত্রীর শেখা বাধ্যতামূলক । একটু পরিশ্রম করলেই খুব সহজেই তারা এটি করতে পারে। কিন্তু আমি বেশিরভাগ ছাত্র ছাত্রীদের এই কারকেও ভয় পেতে দেখেছি । আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের আর কারকে ভয় পাবার দরকার নেই।  তোমাদের আমি সহাজ সরল পদ্ধতির মাধ্যমে কারক বুঝিয়ে দেবো, যার পর তোমদের আর কখনই কারক ভুল হবেনা।  আমি একটা কবিতার মাধ্যমে তোমাদের কারক নির্ণয় শিখিয়ে দেব।                কারক নির্ণয়ের কবিতা  কারক নির্ণয় যদি মনে প্রাণে কর      তাহলে সবার আগে ক্রিয়াপদ ধর।   ক্রিয়াকে প্রশ্ন কর নিম্নরূপ ভাবে       ক্রিয়াই বলিয়া দেবে কোন কারক হবে।                   কে > কর্ত...

VOICE CHANGE

                                VOICE CHANGE   সপ্তমশ্রেনি থেকে দ্বাদশশ্রেনি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের ইংরেজি পরীক্ষায় VOICE CHANGE একটা গুরুত্বপূর্ণ বিষয় ।  যদিও বিষয়টি অত্যন্ত সহজ তবুও অনেক ছাত্রছাত্রী একে একটু ভয় পায়। তাই আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভয় কাটানোর জন্য খুব সহজ সরল পদ্ধতির সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আমি নিশ্চিত এই পদ্ধতির সাহায্যে তোমরা খুব ভাল voice change করতে শিখবে                            উদাহরণ                   Active : I eat rice.                  Passive: Rice is eaten by me.  ১। Voice change কাকে বলে ? এটি কত প্রকার ও কি কি ?  উঃ আমরা বাংলায় যাকে বাচ্য বলি তাকেই আমরা ইংরাজিতে voice change বলি।...