নিরপেক্ষ ন্যায়
দ্বাদশ শ্রেনির পরীক্ষা ঘারে নিশ্বাস ফেলছে । এই সময় দর্শন বিষয় নিয়ে সকল ছাত্র ছাত্রীদের মনে দারুন ভয়ের বাতাবরন চলে। কিন্তু এই বিষয়টি কোন ভয়ের বিষয় নয় একটু অনুশীলন করলেই সমস্ত ভয় কেটে যাবে আর নিয়ম করে চর্যা বাস। আমি তোমাদের কিছুটা গাইড দিয়ে সাহায্য করার চেষ্টা করবো । তার জন্য তোমাদের ওয়েবসাইট টি সাবসক্রাইব করে রাখতে হবে। তো চলো আজকের বিষয় শুরু করা যাক।
১। নায় কোন শ্রেনির অনুমান ?
উঃ অবরোহ অনুমান।
২। নায় অনুমানে কটি পদ থাকে ?
উঃ ৩ টি ,
সাধপদ, পখপদ, ও হেতুপদ।
৩। হেতুপদ কোথায় থাকে ?
উঃ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ।
৪। সংস্থান কয় প্রকার ও কি কি ?
উঃ ন্যায় এর সংস্থান ৪ প্রকার । যথা- প্রথম সংস্থান , দ্বিতীয় সংস্থান ,
তৃতীয় সংস্থান , চতুর্থ স্নস্থান।
৫। ন্যায়ের সিদ্ধান্তে কোন কোন পদ থাকে ?
উঃ পক্ষ ও সাধ্যপদ।
৬। কোন মূর্তি সব সংস্থানেই বৈধ ?
উঃ EIO
৭। কোন সংস্থানে সিদ্ধান্ত কেবলমাত্র A বচন হবে?
উঃ প্রথম সংস্থানে ।
৮। কোন সংস্থানে সিদ্ধান্ত অবশ্যই নঞথরতক ?
উঃ দ্বিতীয় সংস্থানে।
***** অতিরিক্ত জানতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
নিচে লিঙ্ক দেওয়া হল ।
আরও ভালো ভাবে বূজতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। নিচে লিঙ্ক দেওয়া হল---
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন