সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

WINDOWS 10 ব্যবহার কারীদের সমস্যার সমাধান

আমরা যারা windows 10 ব্যাবহার করি তারা প্রত্যেকেই একটা উটকো ঝামেলা বা সমস্যায় ভুগি তা হল একটা water mark. লিখা থাকে ACTIVATE WINDOWS যা আমাদের কাছে খুবই বিরক্তিকর ব্যাপার । আর এই সমস্যায় আমিও অনেকদিন ভুগেছি এবং আপনাদের মধ্যেও অনেকেই হয়তো ভুগছেন । আমি আজ আপনাদের এই ভোগান্তি নিষ্পন্ন করতে চলেছি । তো শুরু করি-- আপনার WINDOWS 10 PC টি OPEN করুন। 1. WINDOWS SCARCH BAR -এ CLICK করুন এবং TYPE করুন run 2. তার পর সেখানে লিখুন regedit এবং ok করে দিন। 3. এবার কিছু option পাবেন , খুজুন Hkey Matchine তার পাশে click করুন। 4. এবার দেখতে পাবেন লিখা আছে system তাতে click করুন 5. এবার খুজুন services তাতে click করুন 6. এবার খুজেনিন svsvc এবং তাতে click করুন। 7. এবার দেখুন লিখা আছে start তাতে click করুন এবং value change করে লিখুন 4 এবং ok করে দিন। 8. সব ঠিকঠাক করার পর আপনার pc টিকে restart করুন। দেখুন water mark উঠে গেছে । ধন্যবাদ ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

W.B.B.S.E মাধ্যমিক পরীক্ষার সমস্ত জ্যামিতিক প্রয়োগের প্রশ্ন

 মাধ্যমিক পরীক্ষার সমস্ত গুরুত্বপূণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

কারক নির্ণয় ।

                                                        কারক   কারক নির্ণয় প্রায় সব শ্রেনিতেই থাকে তাই এটি প্রত্যেক ছাত্র ছাত্রীর শেখা বাধ্যতামূলক । একটু পরিশ্রম করলেই খুব সহজেই তারা এটি করতে পারে। কিন্তু আমি বেশিরভাগ ছাত্র ছাত্রীদের এই কারকেও ভয় পেতে দেখেছি । আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের আর কারকে ভয় পাবার দরকার নেই।  তোমাদের আমি সহাজ সরল পদ্ধতির মাধ্যমে কারক বুঝিয়ে দেবো, যার পর তোমদের আর কখনই কারক ভুল হবেনা।  আমি একটা কবিতার মাধ্যমে তোমাদের কারক নির্ণয় শিখিয়ে দেব।                কারক নির্ণয়ের কবিতা  কারক নির্ণয় যদি মনে প্রাণে কর      তাহলে সবার আগে ক্রিয়াপদ ধর।   ক্রিয়াকে প্রশ্ন কর নিম্নরূপ ভাবে       ক্রিয়াই বলিয়া দেবে কোন কারক হবে।                   কে > কর্ত...

VOICE CHANGE

                                VOICE CHANGE   সপ্তমশ্রেনি থেকে দ্বাদশশ্রেনি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের ইংরেজি পরীক্ষায় VOICE CHANGE একটা গুরুত্বপূর্ণ বিষয় ।  যদিও বিষয়টি অত্যন্ত সহজ তবুও অনেক ছাত্রছাত্রী একে একটু ভয় পায়। তাই আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভয় কাটানোর জন্য খুব সহজ সরল পদ্ধতির সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আমি নিশ্চিত এই পদ্ধতির সাহায্যে তোমরা খুব ভাল voice change করতে শিখবে                            উদাহরণ                   Active : I eat rice.                  Passive: Rice is eaten by me.  ১। Voice change কাকে বলে ? এটি কত প্রকার ও কি কি ?  উঃ আমরা বাংলায় যাকে বাচ্য বলি তাকেই আমরা ইংরাজিতে voice change বলি।...