আমরা যারা windows 10 ব্যাবহার করি তারা প্রত্যেকেই একটা উটকো ঝামেলা বা সমস্যায় ভুগি তা হল একটা water mark. লিখা থাকে ACTIVATE WINDOWS যা আমাদের কাছে খুবই বিরক্তিকর ব্যাপার । আর এই সমস্যায় আমিও অনেকদিন ভুগেছি এবং আপনাদের মধ্যেও অনেকেই হয়তো ভুগছেন । আমি আজ আপনাদের এই ভোগান্তি নিষ্পন্ন করতে চলেছি । তো শুরু করি--
আপনার WINDOWS 10 PC টি OPEN করুন।
1. WINDOWS SCARCH BAR -এ CLICK করুন এবং TYPE করুন run
2. তার পর সেখানে লিখুন regedit এবং ok করে দিন।
3. এবার কিছু option পাবেন , খুজুন Hkey Matchine তার পাশে click করুন।
4. এবার দেখতে পাবেন লিখা আছে system তাতে click করুন
5. এবার খুজুন services তাতে click করুন
6. এবার খুজেনিন svsvc এবং তাতে click করুন।
7. এবার দেখুন লিখা আছে start তাতে click করুন এবং value change করে লিখুন 4 এবং ok করে দিন।
8. সব ঠিকঠাক করার পর আপনার pc টিকে restart করুন। দেখুন water mark উঠে গেছে ।
ধন্যবাদ ।
SUGGESTIONS ☺ NOTES ☺ TUTION
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন